ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাংলাদেশ স্কাউটস এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, এস আই মাফিজুর রহমান, বি আর ডি বি অফিসার সেলিম রেজা, খাষকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফি উদ্দিন আহম্মেদ, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) ইদ্রিস আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান জুয়েল, সহকারি কমিশনার আলী আকবর, মো. আবুল কালাম, আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. মহসিন আলী, যুগ্ন-সম্পাদক সিরাজুল ইসলাম, স্কাউটস লিডার মো. আব্দুস ছামাদ, কাব লিডার মো. হুমায়ুন কবির, অডিটর গোলাম মোস্তফা প্রমূখ। উল্লেখ্য, আগামী ২০,২১ও ২২ নভেম্বর ১৪০ জন কাব সদস্য নিয়ে উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হবে।