সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ সদর উপজেলা ও বিভিন্ন উপজেলায় গরীব ও অসহায় দুস্থ মানুষের মুখে হাসি ফুটানো সহ- চোখে ছানী পড়া রোগীদের ফ্রি অপারেশন করে থাকে। এ.এম ফষ্টার কেয়ায়ের আর্থিক সহযোগিতায় ও সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ অপারেশন করা হয়।
আর্থিক সহযোগিতা করায় যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা প্রতিষ্ঠান এ.এম ফষ্টার কেয়ায়ে কে সন্মাননা ক্রেষ্ট প্রদান করে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ। এ.এম ফষ্টার কেয়ায়ের সভাপতি আব্দুল কাইয়ুম মহোদয় এর হাতে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
গতকাল ঢাকার উত্তরায় ৭ নাম্বার সেক্টরে সকাল ১১টায় সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি, প্রেসিডেন্টস রোভার স্কাউট এম. এম কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, (উডব্যাজার) সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আশিকুর রহমান (আশিকতাড়াশী) সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাসুম বিল্লাহ মাহী, প্রমুখ।
এ.এম ফষ্টার কেয়ায়ের সভাপতি আব্দুল কাইয়ুম তিনি বলেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপটি সিরাজগঞ্জে বিভিন্ন উপজেলা ও সদর উপজেলাতে তারা এ পর্যন্ত ৫ টি চক্ষু শিবির ক্যাম্প করেছে ।
এ পর্যন্ত সম্পাদিত বিভিন্ন কাজ নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপের কাজের ভূয়সী প্রসংশা করেন। আগামীতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ.এম ফষ্টার কেয়ারের সভাপতি। সেবা মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাষ প্রদান করা হয়।