সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাজগঞ্জে নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে ১৯ আগস্ট সোমবার সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, আলোচনা সভা, আনন্দ র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামিম খান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর আলম, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়ূম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, আবু সাইদ সুইট, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সভা শেষে আনন্দ র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button