সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস পালন

সারা বিশ্বের ন্যায় সিরাজগঞ্জে বিশ্ব স্বেচ্ছাসেবক দিবস ২০২৩ উপলক্ষে স্বেচ্ছাসেবীরা পালন করে থাকেন এই দিবসটি। গত মঙ্গলবার, ৫ ডিসেম্বর সকালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নানাভাবে এই দিবসটি পালন করেছে।

সকল সংগঠনগুলো তারা মানবিক কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনি মানব সেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জ এর সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গরিব অসহায় মানুষদের মাঝে টিবওয়েল, সেলাই মেশিন হুইলচেয়ার ও বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করে থাকেন। মানব সেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও পুলিশ বিভাগের কর্মরত ডিএসবি মানবতার ফেরিওয়ালা শামীম রেজা, এডমিন আব্দুল আলিম, আখতারুজ্জামান, ইসমাইল হোসেন সহ আরও অনেকে এই মানবিক কাজ করে থাকেন।

মানব সেবায় স্বপ্ন গ্রুপ সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক শামীম রেজা তিনি বলেন, বিভিন্ন দুর্যোগ মোকাবিলার জন্য স্বেচ্ছাসেবায় জনসাধারণের প্রবেশ ও স্বেচ্ছাসেবার চর্চা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ গ্রামবাংলা ও শহরের যে কোনও আবহাওয়া, মহামারি, সামাজিক বা অন্য যে কোনও বিপর্যয় থেকে টেকসই উন্নয়ন সম্ভব হবে। জনসম্পৃক্ততা নগর ও গ্রামের মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন, মহামারি, সামাজিক ও অন্যান্য যেকোনও সংকট মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button