শাহজাদপুরসদরসিরাজগঞ্জ

এনডিপি স্মার্ট-তাঁত ও ডেইরী প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর প্রতিনিধি দল

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নাধীন স্মার্ট তাঁত ও ডেইরী ২টি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত ২০ জানুয়ারি সোমবার প্রতিনিধি দলটি শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উন জু, নিনা, সায়েদ, গোকুল চন্দ্র বিশ্বাস সহ পিকেএসএফ এর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এনডিপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক (পিআর এম ) ড. এবিএম সাজ্জাদ হোসেন সহ ঋণ-সহায়তা কর্মসূচি ও উভয় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধি দল শাহজাদপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসে ডা. মো. বেলাল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, এনডিপির পরিচালক (পিআর এম) এবং ফোকাল পার্রসন স্মার্ট-ডেইরী, স্মার্ট-তাঁত, এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের সাথে শাহজাদপুর উপজেলায় বৃহৎ পরিসরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনায় বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল ডেইরী ক্লাস্টারের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান কল্পে বায়োগ্যাস প্লান্ট স্থাপন, ট্রাইকো কম্টোস্ট, ভার্মি কম্পোস্ট সহ নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভার পরবর্তীতে মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা পরিদর্শনের উদ্দেশ্যে প্রতিনিধি দলটি বাংলাদেশের সর্ব বৃহৎ ডেইরি ক্লাস্টার রেশম বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা এলডিডিপি প্রকল্পের আওতায় রেশম বাড়ি গ্রামে মো. খালেক ফকির এর বাড়িতে স্থাপিত বায়ো গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেন ।

এছাড়াও তারা স্মার্ট ডেইরী প্রকল্পের আওতায় প্রস্তাবিত দুই জন এমইর বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সাম্ভব্য জায়গা পরিদর্শন করেন। অত্র ক্লাস্টারে এমই দের সাথে উঠান বৈঠক করেন এবং ৬-৭ জন এমইর সাথে Resource Efficient Cleaner Production (RECP) নিয়ে আলোচনা করার পাশাপাশি তাদের বাড়ি ও খামার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি দিনের দ্বিতীয় ভাগে স্মার্ট-তাঁত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে শুরুতেই সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের তরুণ উদ্যোক্তা তৌহিদের কারখানায় যান। এ সময় তারা প্রকল্পের আওতায় কমন সার্ভিস র‌্যাপিয়ার পাওয়ার লুম পরিদর্শন করেন। উল্লেখ্য রাজস্ব আয়কারী কমন সার্ভিস হিসেবে সিরাজগঞ্জের তাঁত ক্লাস্টারে র‌্যপিয়ার পাওয়ার লুম প্রচলনের কর্মকান্ড হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩ টি র‌্যাপিয়ার পাওয়ার লুম স্থাপনের কাজ চলছে। তারা কারাখানায় প্রস্তাবিত Resource Efficient Cleaner Production (RECP) সার্থক বাস্তবায়নে নানা পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে উদ্যোক্তাদের সাথে প্রতিনিধি দলটি একটি উঠান বৈঠকে মিলিত হন। এসময় তারা সিরাজগঞ্জের তাঁত ও তাঁতীদের উন্নয়নে বিদ্যমান নানা সমস্যা ও তা সমাধানে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন। সিরাজগঞ্জের তাঁতের উন্নয়নে প্রতিনিধি দলটি প্রযুক্তি সম্প্রসারণ ও ডিজিটাল প্লাট ফর্ম ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এর পর প্রতিনিধি দলটি পাইকোশা গ্রামের উদ্যোক্তা লিটন সরকারের তাঁত কারখানা পরিদর্শন করে তাঁত কারখানায় প্রস্তাবিত RECP বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে তাদের সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধি দলটি মাঠ পরিদর্শন শেষে এনডিপির প্রধান কার্যালয়ে এনডিপি’র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক সভায় মিলিত হন। সভায় তারা এনডিপি’র কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি বর্তমানে বাস্তবায়ানাধীন প্রকল্প ২ টি যাতে আরও ভালভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button