মো. সাহেব আলী আলী, উল্লাপাড়া প্রতিনিধি: স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান, স্মার্ট শিক্ষক ও স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে পারলেই, গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। সুশিক্ষার দিকে শিক্ষার্থীদের আগ্রহী ও মনোযোগী করার জন্য শিক্ষকদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। সুনাগরিক গড়ে তোলার জন্য শিক্ষকরা নিজেকে উৎর্সগ করেছেন। সরকার শিক্ষকদের শিক্ষা কল্যাণ ও অবসর ভাতার ব্যবস্থা করেছে। তাই শিক্ষকদের নিরলস পরিশ্রমের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
গত শুক্রবার সকাল ১০ টায় দিকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে মাঠ চত্বরে আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথির বক্তব্যে ঠিক এমনটাই বলছিলেন।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুস সালামের সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম, এইচ.টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এ. কে. এম শামছুল হক, আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান প্রমূখ। এ অনুষ্ঠানে উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসার প্রায় ১হাজার ৫০০ শত শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহন করেন।