সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকা থেকে স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরুননবী তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের আটক করা হয়। তারা কয়েকদিন ধরে গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই দিন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
অনুসন্ধানকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জান্নাত আরা হেনরী তার পোষ্যরা জ্ঞাত আয়বর্হিভূত টাকা/অন্য স্থাবর, অস্থাবর সম্পদসহ আত্মগোপনে করেছেন। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারে। এজন্য তাদের বিদেশ গমনরোধ করা আবশ্যক।
জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জ শহরের সবুজ কানন হাইস্কুলের সঙ্গীত শিক্ষক হিসেবে পেশাগত জীবনের শুরু করে। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক হিসেবে রাজনীতিতে প্রবেশ। জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা মোতাহার হোসেন তালুকদার এর পুত্রবধু হেনরীকে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী মনোনিত করে। নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী রুমানা মাহমুদ এর কাছে পরাজিত হন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাকে সোনালী ব্যাংক এর পরিচালক নিযুক্ত করেন। এসময়ে তিনি বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হন। তার সামাজিক অবস্থারও রাতারাতি পরিবর্তন হয়।
২০২৪ সালে জান্নাত আরা হেনরী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হয়ে নির্বাচিত হন। একই বছর তার স্বামী লাবু তালুকদার সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তাদের প্রভাব প্রতিপত্তি আরও বেড়ে যায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্যান্য দলীয় নেতাকর্মীদের মতো হেনরি দম্পতিও আত্মগোপনে চলে যান।