সদরসিরাজগঞ্জ

আজ উদ্বোধন হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম ‘হেনরী ভূবন’

সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে নির্মিত হেনরী ভূবন বৃদ্ধাশ্রম এর আজ শুভ উদ্বোধন।

সিরাজগঞ্জ-কামারখন্দ নির্বাচনী এলাকার নবনির্বাচিত এমপি ড. জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শামিম হোসেন তালুকদার লাবু দম্পতি ২০১৮ সালে এ বৃদ্ধাশ্রম নির্মানের উদ্যোগ নেন। আজ শুক্রবার, ৩ মে, জাকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দেশের অন্যতম বৃহত্তম বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম এমপি, প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, ডা. আব্দুল আজিজ এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, চয়ন ইসলাম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, পিপিএম বার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আব্দুস সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান, সিরাজগঞ্জ-০২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) নির্বাচনী এলাকার নবনির্বাচিত এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী।

হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. শামীম হোসেন তালুকদার লাবু জানিয়েছেন, সারা দেশে বৃদ্ধাশ্রম আছে ৩২টি। কিন্তু কোনটিতেই নেই বিশ^মানের সুবিধা। এ বিষয়টি বিবেচনায় এনে তাঁরা স্বামী-স্ত্রী উভয়ে সম্মিলিত সিদ্ধান্তে ‘হেনরী ভূবন বৃদ্ধাশ্রম’ নির্মান করেছেন। ১৮ বিঘা ভুমির ওপর ৫ তলা ভবনের লক্ষ নিয়ে নির্মিত এই বৃদ্ধাশ্রমে এ মুহুতে রয়েছে ৫৬টি আবাসিক রুম, ১১২ জন বাবা-মা থাকবেন এসব রুমে, যা ভবিষ্যৎতে আরও বাড়বে। প্রতিটি রুমে থাকছে ফ্রিজ, টিভি, এমনকি শীতাতপ নিয়ন্ত্রনের সুবিধাসহ আধুনিক সুযোগ সুবিধা, রয়েছে বিশাল ডাইনিং রুম। প্রকৃতির নির্মল পরিবেশে নির্মিত হেনরী ভূবনে রয়েছে সুবিশাল মাঠ, নামাজ ঘর, বই পড়ার জন্য লাইব্রেরী কক্ষ। হেনরী ভূবনে রয়েছে ৪ বেডের চিকিৎসা সেবা কেন্দ্র। ভূবনের ভিতরেই বিশাল পুকুর ঘিরে সবুজাভ পরিবেশ। বৃদ্ধ বাবা-মা ফুলের সৌরভে নিজ কক্ষের বারান্দায় বসে উপভোগ করবে উদিয়মান সূর্যের আলো বিকিরণ, উপভোগ করবে পড়ন্ত বিকেল ও সন্ধ্যা রাতের নৈর্সিগক দৃশ্য।

উদ্বোধনী আলোচনা সভার পর সংগীত পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ এর শিল্পীবৃদ্ধ ও ঢাকা থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী নকুল কুমার বিশ^াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button