সদরসিরাজগঞ্জ

দশম গ্রেড বাস্তবায়ন কমিটির স্মারকলিপি প্রদান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ দশম গ্রেড বাস্তবায়ন কমিটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনে’র মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিটি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ দশম গ্রেড বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. আরিফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সংগঠনটির অন্যান্য সমন্বয়ক আলমগীর হোসেন সরকার, মো. শহীদুজ্জামান পলাশ, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, সুমাইয়া ইসলাম, উম্মে হাবিবা প্রমুখ।

এসময় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. আরিফ হোসেন সিরাজগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নিকট সহকারী শিক্ষকদের কষ্ট, দুর্দশা ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা করে বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি, এটা কিভাবে বাস্তবায়ন করা যায় অবশ্যই সেই বিষয়টি দেখবেন। তিনি পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমযোগ্যতার হওয়া সত্ত্বেও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন অপরদিকে আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি জানিয়ে দাবি উপস্থাপন করেন। সহকারী শিক্ষকরা যে বৈষম্যর শিকার সুনির্দিষ্ট পয়েন্ট বুঝতে পেরে সিরাজগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিষয়টি দ্রুতগতিতে স্মারকলিপিটি প্রধান উপদেষ্টার নিকট চিঠি প্রেরণের ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button