বেলকুচিসিরাজগঞ্জ

স্কুল ছাত্রী হত্যা মামলায়, যুবকের মৃত্যুদন্ড

আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুল ছাত্রী হত্যা মামলায় সঞ্জয় চন্দ্র সরকার (২২) নামে এক যুুবকের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সঞ্জয় চন্দ্র সরকার বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের পবিত্র সরকারের কন্যা পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে লেখাপড়া করত। স্কুলে যাওয়ার সময় প্রতিবেশি যুবক সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিত। পূজা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয় সঞ্জয় সরকার।

২০২১ সালের ৩ মে পুজা তার বাড়িতে রান্না করছিল। সঞ্জয় পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারাল ছুরি নিয়ে পুজার বাড়িতে ঢুকে এলোপাতারিভাবে পূজার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করতে থাকে। এসময় পূজার চিৎকারে তার বাবা ও প্রতিবেশিরা এগিয়ে আসলে পূজার মৃত্যু নিশ্চিত করে ধারাল ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয়।

পরে পূজার বাবা বাদি হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে। সঞ্জয় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সাক্ষ্যগ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button