সলঙ্গা প্রতিনিধি : সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারন দাবীতে সহস্রাধীক শিক্ষার্থী-জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। গত রোববার সকাল সাড়ে ১০ টায় রামার চর-ঘুড়কা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড় অবরোধ করেছে তারা। পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিলে কুরুচীপুর্ণ শ্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও নারী লোভী প্রধান শিক্ষক শহিদুল ও দু:শ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরকীয়া, অনৈতিকতা ও অপসারনের লিফলেটও বিতরন করা হয়। সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী, প্রধান শিক্ষক শহিদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, ক্লাশ বর্জন, অবরোধ, লিখিত অভিযোগসহ বিভিন্ন কর্মসুচী চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপিঠে শিক্ষার পরিবেশ, পাঠদান ও ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তাদের ২ জনের কারনে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।
অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাৎ,ক্লাশ ফাঁকি,পরকীয়াসহ নানাবিধ দুর্নীতির সাথে শহিদুল-রহিমার অনৈকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে সুষ্ঠ তদন্তে কালক্ষেপন হচ্ছে বলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান, ৫ কর্ম দিবসের মধ্যে ভ্যাটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন।