বেলকুচিসিরাজগঞ্জ

আব্দুল্লাহ মিয়ার চিকিৎসায় সাহায্যের আবেদন

বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা পৌরসভার চরচালা গ্রামের মৃত মো. আবু বক্কার মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ মিয়া(৫৭) ডান পায়ের একটি আঙ্গুলে ঘাঁ হয়ে পচন ধরে। দীর্ঘদিন চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থপেডিক সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এর নিকট পুন পরীক্ষা করে। এসময় তিনি আজাদের পায়ের গোড়ালি সহ আঙ্গুল কেটে ফেলতে পরামর্শ দেন এবং একই সঙ্গে আজাদের দীর্ঘ মেয়াদি চিকিৎসা প্রয়োজন।

৫ ছেলের বাবা আব্দুল্লাহ মিয়া নৈশপ্রহরীর চাকরি করে সংসার চালায়। তার স্ত্রী হার্টের রোগী, বড় দুই ছেলের একজন দিন মজুর,আরেক ছেলে গার্মেন্টস শ্রমিক. ছোট তিন ছেলে লেখা পড়া করে। বর্তমানে অসুস্থ আব্দুল্লাহ মিয়া চিকিৎসা চালাতে ঋণগ্রস্ত হয়ে পরেছেন। চিকিৎসা ও সংসার খরচ চালাতে গিয়ে নি:স্ব বেকার। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।

এমতাবস্থায় বাধ্য হয়ে দেশ-বিদেশের দয়াবান দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় সাহায্যের আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা

মো. আব্দুল্লাহ মিয়া

হিসাব নং ৩৪০৮২৪৪৫

সোনালী ব্যাংক

সোহাগপুর শাখা

বেলকুচি সিরাজগঞ্জ

মোবাইল ০১৮২০১৪২৬৪৬(বিকাশ) পার্সোনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button