সদরসাহিত্যসিরাজগঞ্জ

ইট পাথরের  খুপড়ি ঘর

Eye Hospital Rajshahi

নগরের বুকে নোঙর করবো ব‌লে

কি‌নে‌ছি ইট পাথরের খুপ‌ড়ি ঘর

গ্রিল আর থাই জানালার ঘেঁষে

দাড়া‌নো মানুষগু‌লি বড়ই স্বার্থপর।। 

উপরের তলার টুংটাং শব্দে 

আমার রাগ যায় বড্ড বে‌ড়ে

আমার একটা টুংটাং আওয়াজে

নিচতলাবাসী আসে তে‌ড়ে।। 

লিফ্ট-ই  একমাত্র  সাক্ষাতের জায়গা 

তবু ব‌লিনা কথা কেউ কারো সা‌থে 

ত্রৈমাসিক মিটিং এ অ‌ভি‌যোগের পাহাড়

ছাই দি‌য়ে‌ছে যেন কেউ কারো গরম ভা‌তে।। 

ছাদ বাগানের গাছদের প্রশ্ন 

তোম‌াদের চো‌খে পড়েছে কি ছা‌নি?

তোমরা নিত্য মাংস পোলাও খাও 

আমা‌দেরকে দাওনা  ঠিকম‌তো পা‌নি।। 

বারান্দা‌য়  একজনের নড়ার ফুরসত নাই

‌ক‌্যাটাল‌গে ছিল গোটা পাঁচখানা

গা‌ড়ি‌র  চিৎকার,  হকারের মাইকিং এ 

শা‌ন্তি গেল কোথায়  নাই  তা কারো জানা। 

কিনেছি বা‌ড়ি,  চি‌নে‌ছি শহর কিন্তু

শিখিনী সম্পর্কের মূল‌্য তা ধ‌রে রাখা 

নিশ্বাসে নিচ্ছি   শিশা ধূলিকণা  নিত্য

দি‌য়ে  যা‌চ্ছি সবাই কা‌ড়ি-কাড়ি টাকা ।।  

০৮ মে ২০২৩, দ‌ক্ষিন কতুবখা‌লি, ঢাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button