সিরাজগঞ্জ

এনডিপির এরিয়া ম্যানেজার আসাদুল এর দাফন সম্পন্ন

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি’র নাটোর বনপাড়ার এরিয়া ম্যানেজার মো. আসাদুল ইসলাম (৪৪) মারা গেলেন। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুম আসাদুল ইসলামকে বুধবার বাদ আছর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোমনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার দাফনে এনডিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার উপপরিচালক কাজী মাসুদুজ্জামান পল, ঋণ সহায়তা কর্মসুচীর সহকারী পরিচালক কে. এম. শহীদুল ইসলাম  ও জোনাল ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, আসাদুল ইসলাম গতবছর ডিসেম্বর মাসে এনডিপিতে এরিয়া ম্যানেজার হিসাবে যোগদান করেন। তার  মৃত্যুতে এনডিপি পরিবার শোকাহত।

আসাদুল ইসলাম এর মৃত্যুতে এনডিপি’র নির্বাহী পরিচালক এক শোক বার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং  তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button