সদরসিরাজগঞ্জ

এনডিপি’র স্মার্ট-তাঁত উপ-প্রকল্প এর অবহিতকরণ সভা

এনডিপি’র স্মার্ট-তাঁত উপ-প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ এন্ড রেজিলিয়্যান্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ও এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। এছাড়াও সভায় বিসিক এর ভারপ্রাপ্ত সহ. মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার অমিত সরকার, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন-অর-রশিদ খান, স্থানীয় বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, স্থানীয় তাঁত উদ্যোক্তা, সাংবাদিক ও স্মার্ট-তাঁত প্রকল্প কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে এনডিপি’র নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ওয়ার্ল্ড ব্যাংক কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন স্মার্ট প্রকল্পের উপ-প্রকল্প তাঁত উদ্যোগটি এনডিপি’র মাধ্যমে বাস্তবায়ন ও আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য। এছাড়াও সকলের ঐকান্তিক কর্ম প্রচেষ্ঠায় এনডিপি স্মার্ট-তাঁত প্রকল্প সফল হবে তথা কর্ম এলাকার তাঁত উদ্যোক্তাদের জীবন-মানের উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি পরিবেশবান্ধব উৎপাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নিমিত্তে দিক নির্দেশনা প্রদান করেন। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

সভায় প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান প্রকল্পটির সার-সংক্ষেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তি নির্ভর ও পরিবেশ সম্মত এবং সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন (Resource Efficient and Cleaner Production-RECP) করার পাশাপাশি সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য। ৪ বছর মেয়াদি স্মার্ট-তাঁত প্রকল্প সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা, কামারখন্দ, বেলকুচি ও চৌহালী উপজেলায় ১৫০০ জন তাঁত উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন বাস্তবায়নের উদ্দ্যেশে অক্টোবর-২০২৪ থেকে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছে যা ৩০ জুন ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে। উল্লেখ্য, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত এবং ‘সম্পদের কার্যকরী ব্যবহারের মাধ্যমে পরিচ্ছন্ন উৎপাদন’ (Resource Efficient and Cleaner Production-RECP) করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে সবুজ প্রবৃদ্ধি সঞ্চার করার লক্ষ্যে (Resource Efficient and Cleaner Production- RECP) প্রকল্পটি গৃহীত হয়েছে। পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) এই প্রকল্প দেশব্যাপী প্রক্রিয়াজাত, কৃষি এবং সেবা খাতের অন্তর্ভুক্ত ৮০,০০০ ক্ষুদ্র উদ্যোগে RECP প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশগত টেকসহিতা অক্ষুণ্ন রেখে ক্ষুদ্র উদ্যোগগুলোর সম্পদ সাশ্রয় ও উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহায়তায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি বিশ্বব্যাংক ও পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে পরিচালিত। প্রকল্পের মোট বাজেট ৩০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে বিশ্ব্যাংক এবং পিকেএসএফ যথাক্রমে ২৫ কোটি ও ৫ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে। প্রকল্পের মূল উদ্দেশ্য: ক্ষুদ্র-উদ্যোগে সম্পদ-সাশ্রয়ী ও ঘাত-সহিষ্ণু সবুজ প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button