শিশু সৈকতের দৃষ্টি শক্তি ফিরে পেতে অপারেশন এর ব্যবস্থা করে দিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এনডিপি-সিজেডএম মাঝে স্বাক্ষরিত চিকিৎসা সহায়তার চুক্তির ভিত্তিতেই শিশু সৈকতের এই অপারেশনের ব্যবস্থা করা হয়। গতকাল বৃহস্পতিবার, ২৬ অক্টোবার, তিনি দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন কার্যালয়ে বিনাঅর্থে অপারেশনের কাগজপত্র তুলে দিলেন সৈকতের পিতা উজ্জল হোসেন এর হাতে।
গত ২০ সেপ্টেম্বর, ২৩ খ্রি. দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া গ্রামের দরিদ্র উজ্জল হোসেন এর শিশু সন্তান অর্থের অভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছে। সৈকতের চোখের অপারেশন এর জন্য প্রয়োজন লক্ষাধিক টাকার। কিন্ত তার পিতা নাইট গার্ড এর চাকরি করেন ও মা বিভিন্ন বাড়িতে ঝি এর কাজ করেন। তাদের পক্ষে সৈকতের উন্নত চিকিৎসা করা সম্ভব নয়। সংবাদটি এনডিপির নির্বাহী পরিচালক এর দৃষ্টি গোচর হয়। পরে তিনি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর সাথে যোগাযোগ করেন। পরে সিজেডএম শিশু সৈকতের অপারেশন যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন। সিজেডএম ঢাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে সৈকত এর অপারেশন ব্যবস্থা করেন। গতকাল দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা অফিসে শিশু সৈকতের পিতার হাতে বিনা অর্থে চিকিৎসাপ্রাপ্তির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।