বেলকুচিসিরাজগঞ্জ

খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার দাফন সম্পন্ন

এনায়েতপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ এনায়েতপুরের বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ্ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মো. আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুরপাক গত শুক্রবার ১৮ অক্টোবর ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানী ১৪৪৬ হিজরি ঢাকা আজিমপুরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার (১৯ অক্টোবর) বাদ যোহর এনায়েতপুর পাক দরবার শরীফে হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হওয়ার পর, দুপুর ২ টার দিকে এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা হযরত খাজা শাহ্ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের পাশেই সমাধি করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন এনায়েতপুর পাক দরবার শরীফের খতিব ও পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব।

তিনি ছিলেন, হযরত খাজা শাহ মোঃ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা। তিনি মৃত্যুকালে ৫জন ছেলে ও লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে আল্লাহ’র ডাকে সাড়া দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button