সিরাজগঞ্জে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ করা সিরাজগঞ্জ এলজিইডি জেলা নতুন অফিস ভবনের শুভ উদ্বোধন ও অফিস প্রাঙ্গনে রামবুটান এবং লংগান নামক বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে এলজিইডি সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিরাজগঞ্জ জেলা নতুন অফিস ভবনের জাঁকজমকপূর্ন আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন ভবনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( গ্রড-১) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল (গ্রেড-১) প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন এর সহধর্মিণী নিলিমা জাহান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ মো. শহিদুল হক, এলজিইডি সিনিয়র প্রকৌশলী সরোয়ার দ্রুব, উপ-সহকারী প্রকৌশলী আলী আহাম্মেদ আল মামুন, হিসাব রক্ষক সরকার মহির উদ্দিন, ফোরম্যান শরিফুল ইসলাম, সহ অন্যান্য উপজেলা উপ সহকারি প্রকৌশলীসহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।