সিরাজগঞ্জ প্রতিনিধি: আলোচনা সভা র্যালিসহ নানা আয়োজনে সিরাজগঞ্জে ওয়ার্ল্ড ডেন্টিষ্ট দিবস পালন করা হয়। দিবস উপলক্ষে সোমবার, ৬ মার্চ. সকালে সিরাজগঞ্জ ডেন্টাল সোসাইটির আয়োজনে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মহাসড়ক ও মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. মো. হাবিবুল হাসান মার্শাল।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ডেন্টাল সোসাইটির সাধারন সম্পাদক ডা. বিদ্যুৎ কুমার সুত্রধর, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ফেরদৌস, মো. খায়রুল আতাতুর্ক, শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী, মেডিকেল কলেজের ডেন্টিষ্ট বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ কামরুল হুদা,সিরাজগঞ্জ স্বাচিপের সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম হীরা প্রমুখ। এ সময় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, দাতের সুস্থতা এবং দাতের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত দাঁত পরীক্ষা করা প্রয়োজন। সেই সাথে চকলেট জাতীয় খাবার বর্জন করা উচিত। বিশেষ করে শিশুদের বেশি বেশি চকলেট না খাওয়াই ভাল। তিনি আরও বলেন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মত দাঁতের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।