সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে দিন ব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

Eye Hospital Rajshahi

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সোমবার দিন ব্যাপি কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং  জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য  ড. হাবিবে মিল্লাত।

এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন , জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা কেএম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক বিরেন্দ্র নাথ রায় সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং ঋণ প্রাপ্ত কৃষকগণ।  ধান, গম ভুট্টা, সবজি ও সরিষা সহ বিভিন্ন ফসলে সরকারের প্রণোদনার বিষয়টি উল্লেখ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর ।

বক্তারা এসময়  বলেন , আওয়ামীলীগ  কৃষি বান্ধব সরকার । খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার সার, কৃষিযন্ত্রপাতি সহ কৃষিখাতে ব্যাপক ভুর্তকি দিচ্ছে। সহজে ঋণ পাবার ব্যবস্থা করেছে সরকার। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি ব্য্ংক ও আর্থিক প্রতিষ্ঠানব্যাপক ভুমিকা রাখছে। তারা আরও বলেন,কৃষি ক্ষেত্রে  সফলতা অর্জনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পুর্ন করতেই এই  মেলার আয়োজন করা হয়েছে । পাশাপাশি ব্যাংক গুলোকে    সরকারি নির্দেশনা মেনে সহজ শর্তে কৃষকের মাঝে কৃষি  ঋণ প্রদানে আহবান জানান তারা । মেলায় সরকারি, বে-সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের ৪৩টি  ষ্টল স্থাপন করা হয়েছে ।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকতা আ. জা. মু. আহসান শহীদ, সরকার জেলা প্রশিক্ষণ অফিসার মো. মশকর আলী, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) ফাতেমা আক্তার, কৃষি প্রকৌশলী মো. আব্দুস সালাম সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্তি) রওশন আরা রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শামিনুর ইসলাম (শামীম), উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্তি) মো. আলাউদ্দিন ভূইয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (সংযুক্তি) মোছা. লাইলী খাতুন প্রমুখ।

এ সময় ৩৪০জন কৃষকের মাঝে বিনা জামানতে মৌসুমী ঋণ হিসাবে ৩ কোটি টাকা বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button