সদরসিরাজগঞ্জ

জনতো মোতাহার হোসেন তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদককে না বলুন-মাদককে ঘৃনা করুন- এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গত রোববার ( ২৯ জুলাই ২০২৩) বিকেলে পৌর এলাকার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ও জানপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় মরহুম মোতাহার হোসেন তালুকদার স্মৃতি সিজন ১ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, অনুষ্ঠানের সভাপতি প্যানেল মেয়র ১ সিরাজগঞ্জ পৌরসভা মো. নুরুল হক এর সভাপতিত্বে ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ীদলের হাতে পুরস্কার হাতে তুলেদেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. বদরুল আলম।

পুরস্কার বিতরণের প্রধান অতিথি মো. বদরুল আলম তিনি তার বক্তব্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলায় আন্তরিক। বিশ্বের বুকে ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের ক্রিকেটার বিশেষ ভূমিকা রাখছে। সেই সাথে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার হচ্ছে। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী। তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমরা চাই খেলাধুলা বিশেষ করে বাংলার ঐতিহ্যবাহী যেসব খেলা হারিয়ে গিয়েছে সেগুলোর পুনর্জন্ম হোক। এসময় আয়োজক কমিটিকে অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার এর পুত্র ও বিশিষ্ট সমাজসেবক ও লাম এন্টারপ্রাইজের পরিচালক আলহাজ্ব মো. শামীম তালুকদার লাবু, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকিরুল ইসলাম লিমন, ৮নং আওয়ামী লীগ সিরাজগঞ্জ পৌর শাখার মো. মাহবুবুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button