চৌহালী প্রতিনিধি : বাংলাদেশের একজন মানুষও আর গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় ৪র্থ পর্যায়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ভূমি ও গৃহহীন ১০টি পরিবারের মাঝে বাড়ি ও গৃহ প্রদান করা হয়।
বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে উপকার ভোগী পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। চৌহালী উপজেলায় এখন পর্যন্ত ৬৬ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর প্রদান করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার, সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদুৎ, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো..আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে আশ্রয়ন প্রকল্পের অসহায়, দরিদ্র ও উপকার ভোগি ৬৬ পরিবারের মাঝে চাল, ডাল, লবন ও তেলসহ শুকনা খাবার বিতরণ করা হয়।