প্রায় ১২ বছর পরে নিজের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোলে নিজের বাবার নামে প্রতিষ্ঠিত আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে যান তিনি।
এ সময় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন টুকু।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ, আব্দুল্লাহ আল মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা, শিক্ষক শরিফুলসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৫ সালে ইকবাল হাসান মাহমুদ টুকু শিয়ালকোল এলাকার শিক্ষা বিস্তারের জন্য বাবা সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদের নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০১৩ সালের পর রাজনৈতিক কারণে তিনি এ প্রতিষ্ঠানে আসতে পারেননি।