সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আইএমটি ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রোববার (৬ আগষ্ট) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), টিটিসি ও ডিইএমও’র অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতাসহ প্রতিষ্ঠান সমূহের ক্যাম্পাসে অবাঞ্চিত ঝোপঝাড়, ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিস্কার করা হয়েছে। এবং “ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস করার লক্ষ্যে সচেতনতা মূলক র্যালি ক্যাম্পাসের ভেতরে এবং বাইরের মূলিবাড়ী সড়কে ব্যানার প্রদর্শন সহ অবস্থান করা হয়েছে।
এসময়ে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী মো. হারুন অর রশীদ, সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. শামিম হোসেন, প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান এবং শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, আবু সাঈদ সৌরভ।
ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক র্যালিতে ব্যানার, ফেস্টুন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন আইএমটি, টিটিসি ও ডিইএমওর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ।
এসময়ে অবস্থান অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করতে হবে। ক্যাম্পাসে বা বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা হয়েছে সেখানে বা নিদিষ্টস্থানে কাগজ, কলারখোসা, খাবার প্যাকেটসহ সকল ধরনের ময়লা-আর্বজনা ফেলতে হবে তা আবার তাড়াতাড়ি সেগুলো অপসারণ করে ফেলতে হবে। এডিস মশা বংশবিস্তার করে ডাবের খোসা বা পানি জমে থাকে এমন স্থান করে রাখা যাবে না, ড্রেন থাকলে তা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে আগাছা ঝোড়ঝাপ কেটে ফেলতে হবে । এডিস মশা নিধনে বা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ঔষধ ছিটাতে হবে।সবার পরিষ্কার পরিচ্ছন্নতার মানসিকতা থাকতে হবে।