কামারখন্দসিরাজগঞ্জ

নলকা ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৭নং নলকা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। গত বুধবার, ১৭ মে, সকালে ইউপি প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেন নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ইউপি সচিব হারুন অর রশিদ, ইউপির সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য সুধিজন ও বিপুল সংখ্যক সাধারন মানুষ। ইউপির সকল আয়ের উৎস এবং ব্যয়ের হিসাব ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত উপস্থাপন করেন নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৫কোটি ৪৫ লাখ ৫৫ হাজার  ৭২৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৯৩৭ টাকা আর উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৯০ টাকা। নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বাজেট ঘোষনা করে নলকা ইউনিয়নের উন্নয়নে যথাযথভাবে কর প্রদান করার জন্য  ইউনিয়নের সকল জনসাধারন এবং উন্নয়ন কর্মকান্ডে অর্থ  দিয়ে ও সার্বিক সহযোগিতা করার জন্য সকল জনসাধারন, সরকার, বিভিন্ন সংস্থা, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে নলকা ইউনিয়নের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button