সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি- প্রতিপাদ্যে]কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত দিবসের আলোচনা সভার শুরুতে স্কুল-কলেজ,স্কাউট এবং বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণের অংশগ্রহণে র‌্যালি বের হয়। র‌্যালিটি সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের কালেক্টরেট চত্বরে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিসার্স ক্লাবের এসে শেষ হয়। পরে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ বি আরটিএ এর আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহোযোগিতায় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি) মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার তিনি বলেন, পরিবহন সেবা টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত উল্লেখ করে একটি দক্ষ পরিবহন ব্যবস্থা নিশ্চিতকল্পে সরকার মহাসড়ক নেটওয়ার্ক মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ এবং সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ক্রমবর্ধমান সড়ক নেটওয়ার্ক নির্মাণের পাশাপাশি আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে উপ-আঞ্চলিক মহাসড়ক যোগাযোগ স্থাপনেরও কর্মপ্রয়াস চলমান আছে।

প্রধানমন্ত্রী তার বাণীতে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার সড়ক পরিবহন ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক ব্যবস্থা জোরদার করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সড়ককে নিরাপদ করতে ডিভাইডার স্থাপন, বাঁক সরলীকরণ, সড়ক ৪-লেনে উন্নীতকরণ, মহাসড়কে চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ ও গতি নিয়ন্ত্রক বসানোসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করেছি। আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং টেকসই ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবরকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ঘোষণা করে সরকার। এ বছর দিবস পালিত হচ্ছে। ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে দুর্বার আন্দোলন হয় দেশে। তার পরিপ্রেক্ষিতে বিদ্যমান আইন সংশোধন করে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,সিরাজগঞ্জ সার্কেল (পিপিএম) মোঃজসীম উদ্দিন চৌধুরী,সওজ এর উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান মিলু,আরটিসি এর সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল মতিন মুক্তা। আর আরটি এর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নামদার আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মটরজান পরিদর্শক মো. আমির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button