ষ্টাফ রিপোর্টার : কামারখন্দ উপজেলা পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে বাজার ভদ্রঘাট পালপাড়া প্রতিমা বানানো কারিগরদের সাথে মতবিনিময় সভা করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
গতক রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮ টায় বাজার ভদ্রঘাট পালপাড়ায় বাবু লাল সাহার সভাপতিত্বে ও কামারখন্দ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার সাহা সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, এনএসআই যুগ্ম-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সাহা,শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন, সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলক,সাধারণ সম্পাদক জনি শাহা সহ জেলা ও উপজেলার পূজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।