ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শীর্ষ স্কুল খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার খালিদ মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিস আলী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কর্মচারি শিক্ষার্থীরা।
প্রধান অতিথি জুয়েল মিয়া বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের মেয়েরাও আজ পিছিয়ে নেই, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলণ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল,১০০মি. ২০০মি.৪০০মি. দৌড়,বিস্কুট দৌড়, বাজনা থামলে বালিশ কোথায়, অংক দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, সুই সুতা দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা বাতিল ভাঙ্গা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।