উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষে বড়হর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির উদ্যোগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরে আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলী।
এসময় তিনি তার বক্তব্যে বলেন শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের হাতে গড়া আদর্শের দল। এই দল সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজিকে আশ্রয় প্রশ্রায় দেয়না। সকল নেতাকর্মীদের আদর্শিক হতে হবে এবং অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হেলাল সরকার, উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুল রাজ্জাক সন্টু, ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. সাকোয়াত হোসেন সাবু প্রমুখ।