উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড সিমকী ইমাম খান। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া উপজেলা নেওয়ার গাছা সিমকী খান বাগিচায় এ কম্বল বিতরণ করা হয়।
এসময় তিনি বলেন সৈরাচারী হাসিনা সরকার দেশ থেকে পালানোর পর মানুষ নিজ বাড়িতে একটু শান্তিতে ঘুমাতে পারছে। তিনি আরও বলেন, দির্ঘ ১৬ বছর দেশের মানুষ নিজ বাড়িতে একটু শান্তিতের ঘুমাতে পারেনি। দেশের মানুষকে আওয়ামী পেটুয়া বাহিনী পুলিশ দিয়ে বিভিন্ন মিথ্যা মামলা নির্যাতন করেছে। এমনকি আমি আমার বাড়িতে এলাকার জনসাধারণ নিয়ে পবিত্র রমজান মাসে একটু ইফতারও করতে দেয়নি এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণেও বাধা সৃষ্টি করেছে। এ দেশে খুনি হাসিনা সরকারের রাজনীতি করার কোন অধিকার নেই। খুনি হাসিনা সরকারের যে কেউ দেশে আসলেই তাদেরকে আয়না ঘরে রাখার জন্য সরকারের নিকট দাবী করছি। এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, যুবদলের আহবায়ক মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. পুলোক তালুকদার, সাইদুল ইসলাম ও মিঠু তালুকদার প্রমুখ।