জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৫০ হাজার বৃক্ষ রোপনের মাইল ফলক নিয়ে “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর ৬ মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ উৎসব কার্যক্রম এর অংশ হিসেবে গত রোববার বাগবাটি ডিগ্রি কলেজে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপনের বিকল্প নেই সেই সাথে আমাদের হতে হবে আরও বেশি পরিবেশ সচেতন। সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সাল থেকে এখন অব্দি নিরলস ভাবে পরিবেশের ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জের একমাত্র সক্রিয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ”। এই সংগঠনটি মূলত সমাজের যাবতীয় সামাজিক অবক্ষতার বিরুদ্ধে কাজ করে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনে। প্রতিবছর ৫ জুন থেকে শুরু করে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ৬ মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে এরা। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় গতকাল বাগবাটি ডিগ্রি কলেজের শতাধিক শিক্ষার্থীর মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয় এবং ১০ টি বড় সাইজের সুপারি গাছ রোপন করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগবাটি ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, জনতা ব্যাংক সিরাজগঞ্জের সাবেক ডিজিএম জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ফুলাদ হায়দার খান সহ ” ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ” এর মেহেদি জামান, আব্দুল বারি, আব্দুর রহমান, রেদোয়ান আহমেদ।
সংগঠনের প্রতিষ্ঠাতা আশিক আহমেদ এর সাথে কথা বলে জানা যায় – সবুজ পৃথিবী গড়ার এই আন্দোলন কে সক্রিয় রাখতে প্রতি বছরের অর্ধেক টা সময় আমরা এই কার্যক্রম পরিচালনা করি যা আজীবন চলমান রাখার ইচ্ছে আমাদের আছে। আমরা শুধু বৃক্ষরোপণ করেই কার্যক্রম শেষ করিনা বরং বৃক্ষগুলো যেন জীবিত থাকে সেই লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে থাকি। এই সবুজ আন্দোলনে আমরা বেছে নেই শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের। আগামী সপ্তাহে আমরা শহরের কোন এক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ বিতরণ করবো।