সদরসিরাজগঞ্জ

মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

সিরাজগঞ্জ সদর উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত  আরা তালুকদার হেনরী। 

 শনিবার ( ১৬ মার্চ২০২৪) সকাল ১০ টায়  একডালা পুর্ণবাসন সংলগ্ন মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে  এলজিইডি বাস্তবায়নে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে  শুরুতে স্বাগত বক্তব্য রাখেন  মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা,  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জানাত আরা তালুকদার হেনরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. জান্নাত আরা হেনরী এমপি,  তিনি বলেন, গত ১৫ বছরে এদেশে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গরিব অসহায় মানুষের প্রতি তাঁর যে মমতা ও ভালোবাসা রয়েছে এমনটি বিশ্বের খুব কম রাষ্ট্র প্রধানের রয়েছে। প্রাথমিক পর্যায়ে  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত শ্রেণী কক্ষ  নির্মাণ হচ্ছে।  কোমল মতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।  এরাই একদিন এদেশের হাল ধরবে। এ দেশকে   এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।,এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ২০৪১ সালের মধ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রুপান্তরিত হবে। 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। ৭১ এ বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে সাড়ে সাত কোটি মানুষ একত্রিত হয়েছিল। ঝাপিয়ে পড়েছিল অস্ত্রধারী হানাদার বাহিনীর উপর। স্বাধীন করেছে এই দেশ। আর আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তিনি আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার ও ২১০০ সালের ডেল্টা পরিকল্পনা তৈরি করেছেন। 

এসময়ে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রৌকশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা,

৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম,

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া খানম, কানিজ ফাতেমা,  মোছাঃ আফরোজা, জান্নাতুল ফেরদৌস, মোছাঃ লাবনী আক্তার, সতৃষ্ণ কর্মকার, আকলিমা খাতুন, খাদিজা খাতুন, তাছমিন আরা, আশরোফীন সুলতানা, প্রমুখ,

উল্লেখ্য ঃ ভিত্তি  প্রস্তর স্থাপন উপলক্ষে জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী মহোদয়কে স্কুলের পক্ষ হতে  বিভিন্ন কার্যক্রমের উপরে ভিডিও  পাওয়ার প্রেজিন্টেশন উপস্থাপন করেন,  মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button