
স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস। সোমবার (৩ অক্টোবর) রাতে জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন মন্দিরের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলার অফির্সাস ইনচার্জ তাজমিরুল, বেলকুচি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বৈদ্যরায়, আওয়ামী লীগের পর্যায়ের নেতৃবৃন্দ ও হিন্দু সনাতন ধর্মের নেতৃবৃন্দ ও মন্দিরের সম্মানিত সদস্য ও ভক্তবৃন্দ।
পরিদর্শনের সময় নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে হিন্দু সনাতন ধর্মালম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন করতে পারেন।
তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, দল-মত-নির্বিশেষে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্থ লড়াইয়ের মধ্যদিয়ে লাল-সবুজের পতাকা বাংলাদেশ নির্মান করে।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জ জেলা পরিষদের উন্নয়নের কাজ প্রতিনিয়ত করে যাচ্ছি।





