কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে স্বাধীন মাদক ব্যবসায়ীরা, ব্যাপক হারে বেড়েছে চুরি

আশিক সরকার, কামারখন্দ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর প্রায় নিস্ক্রিয় হয়ে পরেছে সাড়া দেশের সকল থানার প্রসাশন ব্যবস্থা। চাকরি বাচাতে কর্মস্থলে ফিরে এলেও নেই কোন আইনি তৎপরতা, নেই কোন বাড়তি দায়িত্ব। সেই সুযোগে মাদক বিক্রিতে ব্যস্ত হয়ে পরেছে ব্যবসায়ী মহল। সাড়া দেশের জনগনের মতই এরাও যেন স্বাধীন হয়েছে মাদক বিক্রি ও সেবনে। হাত বাড়ালেই মিলছে গাজা, ফেন্সিডিল ও হিরোইন সহ নানা ধরনের মাদক। আর সেই সাথে লেখাপড়ার তেমন চাপ না থাকায় নতুন করে ছাত্ররা জড়িয়ে পরছে মাদকের সাথে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে চুরি। প্রায় প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, কারখানায় চুরি হচ্ছে । এতে খুব আতঙ্কের মধ্যে রয়েছে উপজেলাবাসী।

মাদকের সাথে জড়িত এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে কথা বলে জানা যায়, এখন আর আগেরমত তাদের পুলিশ ধরতে আসে না। রাস্তায় কোন টহল না থাকায় নির্ভীগ্নে ব্যবসা করতে কোন সমস্যা হচ্ছে না। খুব স্বাধীন ভাবেই তারা ব্যবসা পরিচালনা করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রের অভিবাবক জানান, স্কুল কলেজে তেমন চাপ নেই । ক্লাস করলেও চলে না করলেও চলে। যার ফলে ছেলেদের বাড়িতে ধরে রাখা মুশকিল হয়ে পরেছে। সবসময় বাহিরে বন্ধুদের সাথে মেলামেশা করে । চারিদিকে যে পরিমান নেশাখোরদের আড্ডা তাতে ছেলেকে ভাল রাখাই আমাদের বড় চ্যালেঞ্জ হয়ে পরেছে ।

অপরদিকে উপজেলার রায়দৈালতপুর ইউনিয়নেই গত এক মাসে প্রায় ২৮টি চুরির ঘটনা ঘটেছে । বিশেষ করে অটোভ্যানের ব্যাটারি, মোবাইল ফোন, বাসা বারিতে চুরি, অটোভ্যান চুরি, শিং খুড়ে চুরি, নগদ টাকা চুরি, সেচের মটর চুরি, ট্র্যান্সফর্মার চুরি, মটর সাইকেল চুরি, সাইকেল চুরি ইত্যাদি আরও অনেক কিছু চুরির ঘটনা ঘটেছে । তার মধ্যে থানায় অভিযোগ হয়েছে মাত্র দুইটা চুরির ঘটনা। এছারাও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত মাসে প্রায় অর্ধশত চুরির ঘটনা ঘটেছে । তবে এখানে চুরির ঘটনা ঘটলে তা থানা পর্যন্ত যাচ্ছে না,  থানায় অভিযোগে ব্যাপক অনিহা দেখা গেছে ভুক্তভোগীদের মধ্যে ।

হায়দারপুর গ্রামে অটোভ্যান হারানো ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর গভীর রাতে তার একমাত্র উপার্জন করা অটোভ্যানটি চোরে নিয়ে যায় । কিন্তু থানায় অভিযোগ করে কোন লাভ হবে না মনে করে এখনো কোন অভিযোগ করেননি তিনি । এ বিষয়ে কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান, আমি থানায় নতুন যোগদান করেছি। আমার থানায় অফিসার কম থাকায় কার্যক্রম ব্যহত হচ্ছে। তা’ছারা গনঅভ্যুত্থানের পর পুলিশের এখনো মনোবল ফিরে আসেনি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এর সমাধান হবে এবং পুরোদমে এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button