কাজীপুর প্রতিনিধি: আওয়ামী ফ্যাসিবাদের করা মিথ্যা মামলায় কারাবন্দি অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা (বি.বি.এন) উচ্চ বিদ্যালয় এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে মেঘাই -সোনামুখী সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের সামনের সড়কের দুপাশে অবস্থান নিয়ে অধ্যক্ষর মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধনকারীরা।
মানববন্ধনে উপস্থিত নবম শ্রেণির ছাত্রী সুর্মিলা বলে, ‘বিপ্লব স্যারকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। ওই রায় আমরা মানিনা। অবিলম্বে স্যারের মুক্তি চাই।’
সপ্তম শ্রেণির ছাত্র সোহাগ বলে, ‘বিপ্লব স্যার অত্যন্ত নম্র মানুষ। মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। আমরা স্যারের মুক্তির দাবীতে রাজ পথে মানববন্ধন করছি।’ মানববন্ধনে উপস্থিত চালিতাডাঙ্গা বেগম বশীরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সবার প্রিয় মহসীন রেজা বিপ্লব স্যারকে একটি মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়া হয়। সেই মামলায় স্যারকে দায়ের করেন। সেই মামলায় গত ২৭ অক্টোবর সিরাজগঞ্জের বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। এ রায়ে অধ্যক্ষ মহসীন রেজা বিপ্লবকে কারাগারে প্রেরণ করা হয়।