সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য জাতির বীরসন্তানদের নিয়ে মুক্তিযুদ্ধের গল্পশুনি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় সিরাজগঞ্জ শহরের স্বনামধন্য বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও বিজয় দিবস সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদানের জন্য বীরসন্তানদের নিয়ে মুক্ত আলোচনা করেন, অনুষ্ঠানের মুখ্য আলোচক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. তমাল হোসেন । তিনি তার বক্তব্যে বলেন, আজ যারা কোমলমতি শিশু তারা আগামীদিনে ভবিষ্যৎ। তাই শিশুদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান ভালো মানুষ হিসেবে গড়ে তুলেতে হবে। পাঠ্য বই পড়ার পাশাপাশি, মুক্তিযুদ্ধের প্রকৃত সঠিক ইতিহাস জানাতে হবে এবং বঙ্গবন্ধুর উপর লেখা বই গুলো ভালো করে শিশু-কিশোর, কিশোরীদেরকে পড়াতে হবে এবং বঙ্গবন্ধু কর্নার লাইব্রেরী মুখী করতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস তিনি তার বক্তব্যে বলেন, শিশুদেরকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস মনোযোগ সহকারে পড়ানো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শে অনুপ্রাণিত করতে হবে। বঙ্গবন্ধুর উপর লেখা বইগুলো ভালো করে পড়াতে হবে। জাতীয় পতাকা, জাতীয় সংগীত সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের ও বিজয় দিবসের ইতিহাস ভালো করে শেখাতে হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. কাজী সলিমুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও আব্দুল মোমিন,
এ সময়ে বিদ্যাপীঠের প্রভাতী শাখার সহকারি প্রধান শিক্ষক মো. মাসুদ আলম, সিনিয়র শিক্ষক এম লও হে মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক এস.এম. এনামুল কবীর, মোছা. শিরীন খাতুন, মোঃ আব্দুল লতিফ, মো. ইমান আলী, শরীরচর্চা শিক্ষক নূরে আলম খান হীরাসহ অন্যান্য শিক্ষক এবং শিশু, কিশোর-কিশোরী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।