সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন কারাদন্ড

Eye Hospital Rajshahi

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে নিলা ওরফে কনা (২৯) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডও দেওয়া হয়। গত মঙ্গলবার (১৮ জুলাই)দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে।

পাবলিক প্রসিকিউটর(পিপি) আব্দুর রহমান  এতথ্য নিশ্চিত করে জানান,২০১৮ সালের ৩ আগষ্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের বশির এর ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় বাস যাত্রী নিলা ওরফে কনার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় নিলা ওরফে কনাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে  মঙ্গলবার আদালত নিলা ওরফে কনাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button