সদরসিরাজগঞ্জ

বনার্ঢ্য র‌্যালি ও নেচে গেয়ে শেষ হলো রাবিয়ান সিরাজগঞ্জের দ্বিতীয় পুনর্মিলনী

এক মন এক প্রাণ আমরা সবাই রাবিয়ান- এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম রাবিয়ান সিরাজগঞ্জের দ্বিতীয় পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। গত ১০ ফেব্রুয়ারি, শনিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। এসময় রাবিয়ান সিরাজগঞ্জ এর পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি রনেন্দ্রনাথ মন্ডল।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ কামাল অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে শেখ কামাল অডিটোরিয়াম পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

রাবিয়ান সিরাজগঞ্জের সভাপতি রনেন্দ্র নাথ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সুলতান আহমেদ। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবিয়ান সিরাজগঞ্জের উপদেষ্টামন্ডলীর অন্যতম সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার, সাবেক সিনেট সদস্য সাইফুল ইসলাম শিশির, ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এস আই. এম এ রাজ্জাক, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রঞ্জিত কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ও বাংলাদেশ ব্যাংকের চীফ ল অফিসার আবু মো. আমিমুল এহসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি. এম. সোহেল, পুনর্মিলনীতে প্রকাশিত স্মারক সংকলন অনুরণন সম্পাদক, গণমাধ্যম কর্মী, রাবিয়ান সিরাজগঞ্জ এর নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন করেন রাবিয়ান সিরাজগঞ্জ এর প্রচার সম্পাদক মো. আইয়ুব আলী, রাবিয়ান সদস্য সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিন ও সহপ্রচার সম্পাদক গোলাম মোস্তফা রুবেল।

পুনর্মিলনীতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের দুইশত প্রাক্তন শিক্ষার্থী বিশ^বিদ্যালয়ের পরিচিতজনদের সঙ্গে স্মৃতি রোমন্থন, র‌্যালিতে নেচে গেয়ে ও আনন্দ উৎসরেব মধ্যদিয়ে দিনভর অনুষ্ঠিত পুনর্মিলনী উৎসব উদযাপন করে।

এর আগে মোছা. আয়শা খাতুন ও নাবিলা খাতুন নামে দুজন দুস্থ কারুশিল্পীকে রাবিয়ানের পক্ষ থেকে সামাজিক কল্যানমুখী কর্মসূচির দুটি সেলাই মেশিন উপহার দেয়া হয়। দুপুরে খাবারের পর বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্ত হয় রাবিয়ান সিরাজগঞ্জ এর দ্বিতীয় পুনর্মিলনী উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button