সদরসিরাজগঞ্জ

রাবিয়ান সিরাজগঞ্জ এর সাধারণ সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার, ৩০ নভেম্বর সকাল ১০ টায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রাবিয়ান সিরাজগঞ্জ এর সভাপতি, সোনালী ব্যাংক এর সাবেক জিএম রনেন মন্ডল।

সভার শুরুতে সভাপতি ও উপদেষ্টামন্ডলীর সদস্যগন আসন গ্রহন করেন। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সাতবাড়িয়া ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক আব্দুস সালাম। গীতা পাঠ করেন চৌবাড়িয়া ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক আল্পনা ভৌমিক।

অনুষ্ঠান উপস্থাপনা করেন সোনালী ব্যাংক এর এজিএম সাজেদুল কবির।

পরে সাধারণ সভায় রাবিয়ান সভাপতি রনেন মন্ডল স্বাগত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে রাবিয়ান গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন জনগণের কল্যাণ ও মঙ্গলের লক্ষ্যেই রাবিয়ান গঠন। তিনি গঠনতন্ত্র প্রণয়ণ, আহ্বায়ক কমিটি ও পুনাঙ্গ কমিটি গঠনের পর্যায়ক্রমিক ক্রমবিকাশ তুলেন ধরেন। তিনি আরও বলেন এবারের সাধারণ সভায় রাবিয়ান কার্যকরি কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হবে।

সাধারণ সভায় রাবিয়ান সাধারণ সম্পাদক প্রফেসর সুলতান মাহমুদ তার বক্তব্যে বলেন, এটা আমাদের একটি সাধারণ সভা, সম্মেলন নয়। এর আগে দুবার আমরা উন্মুক্ত পরিবেশে সম্মেলন অনুষ্ঠান করেছিলাম। এবারে আমাদের মূল লক্ষ্য গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী রাবিয়ান এর নতুন কার্যকরি কমিটি গঠন।

স্বাগত বক্তব্যের পর পরিচয় পর্বে উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যগণ, কার্যকরি কমিটির সদস্যগন এবং উপস্থিত সাধারণ সদস্যগণ নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

পরে উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যক্ষ আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, একটি সুন্দর সূচনা হলে ধরে নেয়া যায় সফল হয়েছে। তিনি বলেন যৌথ মতামতের ভিত্তিতেই নতুন কার্যকরী কমিটি গঠনের মত প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে যারা রাবিয়ানকে আজকের পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় রাবিয়ান উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা, চৌবাড়ি ড. সালাম জাহানারা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ সরকার বলেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন ছাত্র হিসেবে গর্ববোধ করি। তিনি বলেন এতো সুন্দর পড়াশোনার পরিবেশ আর কোথাও আছে কি না জানি না। তিনি আরও বলেন রাবিয়ানের কথা মনে হলেই মনটা আপ্লুত হয়ে যায়। তিনি রাবিয়ানের পতাকাতলে পুরাতন ও নতুন মিলে একে অপরের সাথে মতিহারের ভালোবাসাকে একত্রিত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি রাবিয়ান গঠনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

এসময় সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সিনিয়র আইনজীবী রাবিয়ান রঞ্জিত মন্ডল।

এছাড়াও মতামত তুলে ধরে বক্তব্য দেন রাবিয়ান অ্যাড. আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, আবুল হাসেম তালুকদার, ওহেদুজ্জামান মিনু, আব্দুল বারী তালুকদার, রোজিনা খাতুন, প্রফেসর জসিম উদ্দিন প্রমুখ।

বিকেলে সাধারন সভায় রাবিয়ানের সাবেক সভাপতি রনেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল আজিজ, অধ্যক্ষ আকতারুজ্জামান, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট শাহ আলম ডেভিড, অ্যাডভোকেট কল্যান কুমার সাহা, অধ্যপক সুনিল কুমার পাল সহ আরও অনেকে। সভা শেষে রাবিয়ানের নতুন কমিটি ঘোষনা করা হয় এতে প্রফেসর জসিম উদ্দিন কে সভাপতি, সোনালী ব্যাংকের সিরাজগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক সাজেদুল কবিরকে সাধারন সম্পাদক, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলকে সাংগঠনিক সম্পাদক ও প্রফেসর আসলাম হোসেনকে অর্থবিষয়ক সম্পাদক করে কমিটি ঘোষনা করাহয়। এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবে।

রাবিয়ান সিরাজগঞ্জ সব সময় সিরাজগঞ্জের অসহায় দরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এর ধারবাহিতকা আগামীতে আরো বেগবান হবে বলে আশা করেন সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button