” নব আনন্দে জাগি, এসো সংগীত শিখি” এই শ্লোগানকে সামনে রেখে গানের আড্ডা, ও আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় উৎসব কমিউনিটি সেন্টার, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সপ্তক সংগীত একাডেমি, সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সংগীত একাডেমি সিরাজগঞ্জের পরিচালক মো. হাসান আলী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তক সংগীত একাডেমি সিরাজগঞ্জ জেলা উপদেষ্টা মামুন-এ- কাইয়ুম, অনুষ্ঠানে সংবর্ধিতজন বিশিষ্ট কন্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার শিল্পী মো. আমিনুল ইসলাম, ও বিশিষ্ট গীতিকার ও সুরকার মো. মিল্টন খন্দকারকে সন্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. হামিদুল ইসলাম,
এছাড়াও আরও উপস্থিত ছিলেন এপ্রেক্র ক্লাব অব সিরাজগঞ্জের প্রেসিডেন্ট এপ্রে ফুলাদ হায়দার, আইপিপি এপ্রে. মো. ফরিদুল ইসলাম, সেক্রেটারি এপ্রে. মো. আনসার আলী, সার্জেন্ট এপ্রে. মো. কোরবান আলী, ফ্লোর মেম্বার এপ্রে. আব্দুর রাজ্জাক আলম, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক নূরে আলম হীরা, টেলিভিশন ও বেতার শিল্পী জুবায়ের জিকো।