আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আজাদ তারেক সরকারের উপর মঙ্গলবার রাতে হামলার প্রতিবাদে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সরকার জনপ্রতিনিধি ফোরাম।
গত বুধবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলকুচি উপজেলা স্থানীয় সরকার জন প্রতিনিধি ফোরামের সাধারন সম্পাদক ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ।
বুধবার (৩১মে) বিকেলে সোনিয়া সবুর লিখিত বক্তব্যে তিনি বলেন, বেশ ক’বছর বেলকুচিতে ধরেই ঘুমোট পরিবেশ চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে স্থানীয় সংসদ সদস্যের সর্মথকরা তার প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে জন প্রতিনিধির উপরে হামলা করে। রাতেই আহত কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ তারেককে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা আরও অভিযোগ করে জানান, আহত তারেকের পক্ষে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা না নিয়ে উল্টো তারেক সরকারের বাড়িতেই তল্লাশীর নামে তাদের হয়রানী করছে।
অবিলম্বে হামলাকারীদের আটক করে আইনের আওতায় না নিয়ে এলে স্থানীয় সরকার জন প্রতিনিধি ফোরাম আগামী, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতির কর্মসূচী দেবেন বলেও জানান।
এ বিষয়ে জানতে চাইলে, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, পৌর কাউন্সিলরের পক্ষে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।
তিনি আরও বলেন আমি নিরপেক্ষতার সাথেই কাজ করছি, আলাদা ভাবে কোন মহলকে সুবিধা দিচ্ছি না।
আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা।
সংবাদ সম্মেলনে, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।