উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সরিষার বাম্পার ফলন

Eye Hospital Rajshahi

মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায়  শুরু হয়েছে মৌসুমের দ্বিতীয় ফসল সরিষা কাটা। কয়েকদিনের মধ্যে অন্যান্য জাতের সরিষা কাটা পুরোদমে শুরু হবে। এ বছর বিভিন্ন জাতের মধ্যে বেশি আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে সেতি, কালো মাঘি, বারি-১৪ বারি-১৭ ও বারি-৯ জাতের সরিষা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্র ছিল ১৮ হাজার ৮১০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৩১৫ হেক্টর জমি বেশি কৃষকরা সরিষা চাষ করেছেন।

উল্লাপাড়ার ধরইল গ্রামের কৃষক রজব আলী ও জহুরুল ইসলাম  জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সরিষা চাষে আমাদের বাম্পার  ফলন হয়েছে। বিঘা প্রতি ৬ থেকে সাড়ে ৭ মন সরিষা পাওয়া যাচ্ছে। সোয়াবিনের দাম বেশি হওয়াতে এ বছর সরিষা ভাল দাম পাওয়া যাবে আশা করা করছি।

উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমী জানান, কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। কৃষকরা সারিষা ঘরে তোলার পর ওই সকল জমিতে বোরো-ইরি ধান বোপণ করাও প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button