সদরসিরাজগঞ্জ

সাংবাদিক ইসমাইলের অপারেশন সকলের কাছে দোয়ার জন্য অনুরোধ

দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, নব জাগরণী সংঘের আহবায়ক ইসমাইল হোসেন তার রোগমুক্তির অপারেশন সফলতার জন্য সকলের কাছে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।

৮৩ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় ছাত্রনেতা সাংবাদিক ইসমাইল হোসেন এর আজ শনিবার, ২১ ডিসেম্বর ওপেন হার্ট সার্জারি ঢাকায় হার্ট ফাউন্ডেশনে করা হবে।

প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন, ছাত্রাবস্থায় ১৯৭৮ সালে দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হন। পরে তিনি নিউ নেশন সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেন। তার অসংখ্য সংবাদ দি ডেইলী লাইফ, সংবাদ, ইত্তেফাক পত্রিকায় সম্পাদকীয়, উপসম্পাদকীয় হিসেবে গুরুত্বের সাথে স্থান পায়।

তিনি ৮৩ সালে এরশাদ সামরিক স্বৈরাচার বিরোধী গড়ে ওঠা ডাকসু ও ১৪ দলীয় ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সংগঠক ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পোষ্ট গ্রাজুয়েট ইসমাইল হোসেন ৮৭ সালে ঢাকায় দৈনিক পত্রিকায় সাব-এডিটর হিসাবেও দায়িত্ব পালন করেন।

পরে তিনি যমুনা বহুমুখী সেতু প্রকল্পের পুর্নবাসন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, এলজিআরডি এর নবিদেপ প্রকল্পের পুর্নবাসন এক্সপার্টসহ পদ্মা সেতু, ভৈরবসেতু প্রকল্পেও এক্সপার্ট হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন।

প্রবীণ ব্যক্তিত্ব ইসমাইল হোসেন ২০১১ সালে নেপালে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীতা বিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

সাংবাদিকতার পাশাপাশি একজন উন্নয়ন কর্মী হিসেবে তিনি এশিয়া ফাউন্ডেশনের এসএলডিজি প্রকল্পে রংপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার নির্বাচিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দক্ষতাবৃদ্ধির প্রশিক্ষন প্রদান ও প্রশিক্ষণ প্রকল্পের সমন্বয়কারী দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৮ সালে জাতীয় নির্বাচনে ইডাব্লিউজি সমন্বয়ক হিসেবে এনডিপি প্রতিনিধি হিসেবে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর জেলার কয়েক হাজার নির্বাচন পর্যবেক্ষকের নেতৃত্ব প্রদান করেন।

তিনি ২০১৩ সালে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রতিনিধিদের নেতৃত্ব দিয়ে এসকেএস এর পক্ষ থেকে নেপালের স্থানীয় সরকার কার্যক্রম ও এশিয়ার প্রথম কমিউনিটি রেডিও সাগরদাঁড়ি পরিদর্শন করেন।

রাষ্ট্রের প্রবীণ নাগরিক ইসমাইল হোসেন হ্রদরোগে আক্রান্ত হয়ে গত ৮ ডিসেম্বর থেকে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। আজ ২১ ডিসেম্বর, শনিবার, তার ওপেন হার্ট সার্জারি করা হবে। তিনি তার রোগমুক্তি ও সফল অপারেশনের জন্য সিরাজগঞ্জবাসীসহ সকল মানুষের কাছে তারজন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button