এনডিপি প্রতিনিধি : সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে আশা প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২ উদযাপন করা হয়। গতকাল ৮ সেপ্টেম্বর, বৃহষ্পতিবার দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্তরে র্যালির শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচন সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ।
এছাড়াও রায়গঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ, পাঙ্গাসী ও ধানগড়া এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও সদস্য, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারীগণ, সাংবাদিক এবং ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পাঙ্গাসী এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বলেন শিক্ষার মান বৃদ্ধিকল্পে এই কার্যক্রমটি গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য এরুপ কর্মসূচির গ্রহণ করার জন্য বাস্তবায়নকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) ও গণসাক্ষরতা অভিযানকে ধন্যবাদ জানান। একইসাথে কর্মসূচির পরিধি বৃদ্ধির জন্য দৃষ্টি আর্কষন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।