সদরসিরাজগঞ্জ

স্কুল শিক্ষার্থী ফাহিম সাদিক এখনও নিখোঁজ

Eye Hospital Rajshahi

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলস্ িএর এসপিও এমদাদুল হক এর  জ্যোষ্ঠ পুত্র ফাহিম শাহরিয়ার সাদিক গত ২৮ জুন শুক্রবার, শহরের গুড়ের বাজারস্থ নিজ বাসা থেকে  জুমআ নামায আদায়ের উদ্দেশ্যে বের হয়। তাকে সবশেষে বাহিরগোলা মসজিদে ২৮ জুন দুপুর ১.১৫ মিনিটে দেখা গেছে। তারপর থেকে সাদিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। বাসায় থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল নীল রংয়ের পাঞ্জাবী এবং কালো ট্রাউজার।  তার বয়স ১৪ বছর। তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ফাহিম সাদিক বি. এল. সরকারি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। যদি কোন সহ্ণদয় ব্যক্তি ফাহিমের কোন সন্ধান জানেন তাহলে তাকে ০১৮৭৮৬১৮৮৪৮ অথবা ০১৮৩০৯০৪৫২০ এই নাম্বারে জানানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button