সিরাজগঞ্জের আত্মমানবতার সংগঠন সুখ পাখি প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজর ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ রজব আলীর শুভ জন্মদিন। এউপলক্ষে হোসেনপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও বুধবার ( ১৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ ক্রসবার ৩ ( চায়না বাঁধে) সুখ পাখি আয়োজনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুখ পাখি প্রতিষ্ঠাতা সহসভাপতি রাসেল রহমান, সুখ পাখি প্রতিষ্ঠাকালীন সদস্য গোলাম রেজাই রাব্বি, মানব সেবাই স্বপ্ন গ্রুপের সদস্য আব্দুল আলীম, ইসলামিয়া সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের মো. হোসেন আলী (ছোট্ট)প্রমুখ।