রায়গঞ্জসিরাজগঞ্জ

হাটপাঙ্গাসী আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা

রায়গঞ্জ থেকে মো মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার দেড়কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে এতে করে পঙ্গুত্ববরণ করছে যাত্রী ও পথ যাত্রীরা। বিগত ১৫ বছর আগে বাজার সড়কটি ইট দিয়ে সংস্কার করা হলেও তা কোন কাজে আসছে না। বাজার সড়কটির ইট সরে গিয়ে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গেছে। তাছাড়া একটু বৃষ্টি হলেই মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়তে হয় ক্রেতা বিক্রেতা সহ হাজারো মানুষের।

 বৃষ্টির পানিতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়, হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড়, শংকর ডাক্তারের দোকানের সামনে, মুসলিম সুইট্স এর হোটেলের সামনে, ভূমি অফিসের সামনে, সাইদুল ইসলামের ধানের মিলের সামনে ও কাচা বাজার আটচালার মো. রঞ্জু সরকারের বাড়ির সামনের সড়ক। এই গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোর জলাবদ্ধতা দিন দিন বৃদ্ধি পেলেও মিলছে না কোন প্রতিকার। অটো ভ্যান চালক মোহাম্মদ মানিক বলেন, একটু বৃষ্টি হলে বেশ কয়েকদিন চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। সড়কটির বেশ কয়েক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অটো ভ্যানে থাকা যাত্রীদের কাপড়-চোপর ভিজে যায়। রাস্তাটি জরাজীর্ণ হওয়ায় মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়ে ওঠে না। সামান্য বৃষ্টিতে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে সময় মত উপস্থিত হতে পারে না। এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী বাজার ফজলের মোড় থেকে খলিল মোর হয়ে পাঙ্গাশী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠ পর্যন্ত সড়কটি অতি দ্রুত পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অত্র এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button