শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল ছাত্রকে অপহরনের পর মুক্তিপন দাবী অতঃপর তিন দিন পর ঘাসের ক্ষেত থেকে লাশ উদ্ধার তিন ঘাতককে আটক করেছে থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার হাবিবুল¬াহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মো. মমিরুল ইসলামের দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া পুত্র মো. রেদোয়ান ইসলাম (১১)কে বাড়ির পিছন থেকে অপহরন করে নিয়ে যায়। এদিন রাতে ঘাতকরা শিশুটির পিতা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে ঐ দিন রাতেই পিতা মমিরুল ইসলাম বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠালে তার পর থেকেই অপহরনকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পর দিন শনিবার সকালে পিতা মমিরুল এ ব্যাপারে তিনজনকে আসামী করে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। রোববার রাতে অপহরনকারী তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ঘাতকরা হলো রতনকান্দি উত্তর পাড়া গ্রামের মো. আলাউদ্দিনের পুত্র মো. সাগর (১৯) একই গ্রামের মো. জলিলভক্তের পুত্র মো. নাঈম (২৬) ও একই ইউনিয়নের জিগার বাড়িয়া গ্রামের আব্দুল হালিমের পুত্র মো.সাকাওয়াত হোসেন (১৬)।
ঘাতক আসামীদের তথ্য অনুযায়ী আসামীদেরকে সঙ্গে নিয়ে গতকাল ২০ মার্চ সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এদিন সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শাহজাদপুর থামার ওসি ( অপারেশন) আব্দুল মজিদ বলেন,শিশুটি অপহরনের পর গতশনিবার আমরা অভিযোগ পাই এবং রবিবার রাতে আমরা ঘাতক তিনজনকে গ্রেপ্তার করে তাদের তথ্য অনুযায়ী আমরা লাশ উদ্ধার করেছি। এঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।